ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নালিতাবাড়ির বিএনপি নেতা মজিবরের হাইকোর্টে জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, মে ১৮, ২০২১
নালিতাবাড়ির বিএনপি নেতা মজিবরের হাইকোর্টে জামিন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শেরপুরের এক বিএনপি নেতাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৮ মে) বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এএসএম আব্দুল মোবিনের অবকাশকালীন ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ তাকে ছয় মাসের জামিন দেন।



আদালতে জামিন আবেদনকারী শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি মজিবর রহমান চৌধুরীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রবিউল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান।

মামলার অভিযোগে বলা হয়, জেলার নালিতাবাড়ি উপজেলার পলাশিকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে গতবছর ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে স্থানীয় বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন মজিবর রহমান চৌধুরী। এরপর তা মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তিনি। এ ঘটনায় নালিতাবাড়ি থানায় মামলা হয় ২২ ডিসেম্বর। পরদিন তাকে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মে ১৮, ২০২১
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।