ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

আইন ও আদালত

মেয়ের পরিকল্পনায় মাকে খুনের অভিযোগ: হাইকোর্টে আসামির জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, মে ২৪, ২০২১
মেয়ের পরিকল্পনায় মাকে খুনের অভিযোগ: হাইকোর্টে আসামির জামিন

ঢাকা: মানিকগঞ্জের দক্ষিণ শেওতায় মাহমুদা আক্তার হত্যা মামলার আসামি নুর বক্সকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৪ মে) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মোহাদ্দেসুল ইসলাম।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

২০২০ সালের ২৩ জানুয়ারি মানিকগঞ্জের দক্ষিণ শেওতাতে খুন হন মাহমুদা আক্তার।

এ ঘটনায় মাহমুদার স্বামী জহিরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এ মামলায় তদন্ত শেষে একই বছরের ৩১ মে মাহমুদার মেয়েসহ পাঁচজন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

পরে গতবছর ৮ জুলাই নুর বক্সকে গ্রেফতার করে পুলিশ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ জানান, খুন হওয়া মাহমুদার মেয়ে জুলেখা জ্যোতির সঙ্গে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয় আসামি শফিউর রহমান নাইমের। উভয়েই বিবাহিত হলেও তারা পরকীয়ায় জড়িয়ে পড়েন। এর জেরে জুলেখার বিয়ে বিচ্ছেদ হয়। এ অবস্থায় জুলেখা নাইমকে বিয়ে করতে চাইলে তার মা মাহমুদা আক্তার বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে দেড় লাখ টাকায় নুর বক্সসহ কয়েকজন খুনি ভাড়া করে জুলেখা। পরে ভাড়াটিয়া খুনিরা মাহমুদা আক্তারকে হত্যা করে।

হাইকোর্টের এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার কথা জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মে ২৪, ২০২১
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।