ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

এইচএসসির ফরম পূরণের সুযোগ থাকছে না ১০ কলেজের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, মে ২৫, ২০২১
এইচএসসির ফরম পূরণের সুযোগ থাকছে না ১০ কলেজের

ঢাকা: ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ও পাসের সুযোগ চেয়ে দশটি কলেজের বিষয়ে হাইকোর্টের জারি করা রুল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপেক্ষর আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চ্যুয়াল আপিল বিভাগ মঙ্গলবার (২৫ মে) এ আদেশ দেন।

ফলে ওই ১০ কলেজের সংশ্লিস্ট শিক্ষার্থীদের ফরম পূরণের আবেদন করার সুযোগ নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী।

২০২০ সালে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য সবশেষ সময় নির্ধারণ করা হয় ১৮ মার্চ। এর মধ্যে বিশ্বব্যাপী করোনার প্রকোপ শুরু হয়। এ পরিস্থিতিতে ফরম পূরণের সময় বাড়ানো হয় ওই বছরের ২৩ মার্চ পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ওই দশটি কলেজের শিক্ষার্থীরা ফরম পূরণে ব্যর্থ হয়।

পরবর্তীসময়ে করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২০ সালের এইচএসসি পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকে।

 এ কারণে পূর্ববর্তী ফলাফলের ভিত্তিতে এইচএসসির ফল ঘোষণা করে সরকার।

এরপর একই বছরের ২৪ নভেম্বর উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, মোয়াজ্জেম হোসেন আইডিয়াল কলেজ, মডেল কলেজ, উত্তরার লরিয়াল কলেজ, আমেরিকান মডেল স্কুল অ্যান্ড কলেজ, ইমিডেন্স কলেজ, বিসিআই কলেজ, ওয়াইডভিশন কলেজ ও দি ব্রিলিয়ান্ট কলেজসহ ১০টি কলেজ ফরম পূরণের সুযোগ চেয়ে এবং ফল ঘোষণা চেয়ে বোর্ডের কাছে একটি আবেদন করে। বোর্ড সাড়া না দেওয়ায় শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ ও এইচএসসি পাসের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করে ওই ১০টি কলেজ।

হাইকোর্ট ওই কলেজগুলোর শিক্ষার্থীদের ফরম পূরণের কেন সুযোগ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। একইসঙ্গে তাদের আবেদন নিষ্পত্তি করতে বলেন।

এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবদেন করে রাষ্ট্রপক্ষ।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মে ২৫, ২০২১
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।