ঢাকা: রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে গ্রেপ্তার মাইক্রোবাস ছিনতাইকারী চক্রের ছয় সদস্যের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (০৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—মীর মিজান মিয়া, মো. হাবিব মিয়া, মো. ফারুক, মো. কামাল মিয়া, মো. আল আমিন ও মোবারক হোসেন।
এদিন আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের মিরপুর জোনাল টিমের এসআই শাহাদাত হোসেন। আসামিপক্ষের আইনজীবী পার্থ প্রতীম বিশ্বাস ও অনিমেষ কুমার দাশ রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
গত ৪ জুন আসামিদের দেশের বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জুন ০৫, ২০২১
কেআই/এমজেএফ