ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বেনাপোল কাস্টম হাউজের স্বর্ণ চুরি, সহকারী রাজস্ব কর্মকর্তার জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জুন ১০, ২০২১
বেনাপোল কাস্টম হাউজের স্বর্ণ চুরি, সহকারী রাজস্ব কর্মকর্তার জামিন

ঢাকা: ২০১৯ সালে বেনাপোল কাস্টমস হাউজের ১৯ কেজি স্বর্ণ চুরি অভিযোগের মামলায় ঢাকা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা বিশ্বনাথ কুণ্ডুকে জামিন দিয়েছেন আপিল বিভাগ।  

তাকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে বৃহস্পতিবার (১০ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ আদেশ দেন।

 

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। রাজস্ব কর্মকর্তারপক্ষে ছিলেন অ্যাডভোকেট এসএম শাহজাহান।

২০১৯ সালের ৭ নভেম্বর রাত ৮টা থেকে ১১ নভেম্বর সকাল ৮টার মধ্যে যেকোনো সময় বেনাপোল কাস্টমস হাউজের গোডাউনের তালা ভেঙে প্রায় সাড়ে ১০ কোটি টাকা মূল্যমানের ১৯ কেজি ৩১৮ গ্রাম স্বর্ণ চুরির অভিযোগে মামলা হয়।

ঘটনার সময় গোডাউনের চাবি ছিল আরেক সহকারী রাজস্ব কর্মকর্তা শাহিবুল সরদারের কাছে। আর ২০১৯ সালের ১৩ জানুয়ারি দায়িত্ব বুঝে দিয়ে ঢাকা কার্যালয়ে যোগদান করেন বিশ্বনাথ। গ্রেফতারের পর শাহিবুল সরদারের তথ্যের ভিত্তিতে ঢাকার বাসা থেকে ১৪ ডিসেম্বর ঢাকা কাস্টমসের সহকারি রাজস্ব কর্মকর্তা বিশ্বনাথ কুণ্ডুকে গ্রেফতার করে। এরপর বিশ্বনাথ কুণ্ডুকে চলতি বছর জামিন দেন হাইকোর্ট। এই জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। ২৭ মে আপিল বিভাগ দুই সপ্তাহের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন।

এ আদেশে গত ৭ জুন আত্মসমর্পণ করেন বিশ্বনাথ কুণ্ডু। এ অবস্থায় আবার রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জুন ১০,২০২১
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।