ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ক্যাসিনো কাণ্ড: এক আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
ক্যাসিনো কাণ্ড: এক আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

ঢাকা: ক্যাসিনো মামলার অন্যতম আসামি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদের অন্যতম সহযোগী জামাল উদ্দিনকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  

২৫ আগস্ট বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের ভার্চু্যয়াল বেঞ্চে আগাম জামিন শুনানি শেষে এ আদেশ দেন।

 

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।  রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। আসামি পক্ষে ছিলেন আইনজীবী জহিরুল আমিন।  

পরে আমিন উদ্দিন মানিক জানান,সাবেক কাউন্সিলর একেএম মমিনুল হক সাঈদ চাঁদাবাজি এবং সংঘবদ্ধ অপরাধ ক্যাসিনো ও জুয়া খেলা পরিচালনার  মাধ্যমে ২৫ কোটি টাকা উপার্জন, ৫১ হাজার সিঙ্গাপুর ডলার ও ৬৮ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত অর্থাৎ বাংলাদেশি প্রায় ৫০ লাখ টাকা বিদেশে পাচার করায়, সিআইডির অর্গানাইজ ক্রাইমের উপপরিদর্শক মো. সোহানুর রহমান বাদী হয়ে চারজনকে আসামি করে মতিঝিল থানায় ৩০ মে মামলা দায়ের করেন।

সাঈদ ছাড়া অন্য তিন আসামি হলেন ,তার সহযোগী জামাল উদ্দিন, মো. আছাদ শাহ চৌধুরী ও মো. ছালাউদ্দিন।  

এজাহার মতে আগাম জামিন আবেদনকারী জামাল উদ্দিন ক্যাসিনোর অপরাধলব্ধ অর্থ এনসিসি ব্যাংকের হিসাব বৈশাখী এন্টারপ্রাইজে জমা করতো। জামাল উদ্দিন ২১ কোটি টাকা জমা ও প্রায় ৮৩ লাখ টাকা উত্তোলন করে। আর বৈশাখী এন্টারপ্রাইজ ব্যবসায়িক প্রতিষ্ঠানটির মালিক ছিলেন এ কে এম মমিনুল হক সাঈদ।

শুনানি শেষে তাকে আগাম জামিন না দিয়ে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন বলে জানান একেএম আমিন উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬২২ঘণ্টা, আগস্ট ২৫,২০২১
ইএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।