ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ভ্যাকসিনসহ গ্রেফতার ক্লিনিক মালিক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
ভ্যাকসিনসহ গ্রেফতার ক্লিনিক মালিক কারাগারে

ঢাকা: রাজধানীর দক্ষিণখানের একটি ক্লিনিক থেকে মডার্নার ২৯ ডোজ ভ্যাকসিন ও দুই হাজার ডোজের খালি বক্স উদ্ধারের ঘটনায় হওয়া মামলায় ক্লিনিক মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।  

বৃহস্পতিবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন রাজধানীর দক্ষিণখান থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে দু’দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ। আসামিপক্ষে মোহাম্মদ মিলন হোসেন জামিন আবেদন করেন।  

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৯ আগস্ট দক্ষিণখান থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় এ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানার এসআই আব্দুল আজিজ। তবে এদিন তদন্ত কর্মকর্তা উপস্থিত না থাকায় তার উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আগামী ২৩ আগস্ট দিন ধার্য করেন আদালত।  

গত ১৮ আগস্ট রাত ৮টার দিকে আসামি বিজয় কৃষ্ণ তালুকদারকে গ্রেফতার করে পুলিশ।  

পুলিশ জানায়, দরিদ্র পরিবার সেবা সংস্থা নামে এ ক্লিনিক থেকে চড়া দামে বিক্রি করা হতো এসব ভ্যাকসিন। এ ঘটনায় দক্ষিণখান থানার এসআই রেজিয়া খাতুন মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।