ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রিজভীসহ চারজনের নামে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, মার্চ ২, ২০২২
রিজভীসহ চারজনের নামে গ্রেফতারি পরোয়ানা ফাইল ছবি

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ চারজনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (২ মার্চ) ঢাকার এক নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন।

হাতিরঝিল থানার বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলায় এদিন চার্জশিটের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। সে অনুযায়ী প্রতিবেদন গ্রহণ করে চারজনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পরোয়ানা জারি হওয়া অন্য আসামিরা হলেন- শাহিন, দেলোয়ার ও রানা।

মামলায় চার্জশিটভুক্ত মোট ৮ আসামির মধ্যে অন্য চারজন জামিনে আছেন। জামিনে থাকা এই চারজন হলেন- আমির হোসেন, আশরাফ হোসেন, হানিফ রায়হান ও রহিম।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল।
তিনি জানান, ২০১৯ সালে হাতিরঝিল থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২মার্চ, ২০২২
কেআই/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।