ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বশেমুরবিপ্রবি’র ছাত্রীকে ধর্ষণ: গ্রেফতার ৪ আসামি রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
বশেমুরবিপ্রবি’র ছাত্রীকে ধর্ষণ: গ্রেফতার ৪ আসামি রিমান্ডে ফাইল ফটো

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার ৪ আসামির দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

বৃহস্পতিবার (০৩ মার্চ) বিকেলে গোপালগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির এ আদেশ দেন।

 

আসামিরা হলেন, অন্তর জোমাদ্দার, জীবন জোমাদ্দার, পিয়াস সিকদার ও ফরিদ। তারা সবাই নবীনবাগ ও আশপাশ এলাকার বাসিন্দা।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা শীতল চন্দ্র পাল বাংলানিউজকে বলেন, গত ২৩ ফেরুয়ারি রাতে শহরের নবীনবাগ এলাকার হেলিপ্যাড সংলগ্ন জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের বারান্দায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ৭-৮ জনের নামে সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন। ওই অভিযোগের ভিত্তিতে পরের দিন ২৪ ফেব্রুয়ারি রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। ২৫ ফেব্রুয়ারি ৭ দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে হাজির করা হলে ওইদিন বিজ্ঞ বিচারক গ্রেফতারদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আজ বৃহস্পতিবার বিকেলে এই ৪ আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।  

তিনি আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।  

এর আগে, ২৫ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় আরো ৬ জনকে গ্রেফতার করে র‌্যাব। ২৬ ফেব্রুয়ারি র‌্যাবের মিডিয়া সেল ঢাকায় প্রেস ব্রিফিং করে এই ৬ আসামির নাম প্রকাশ করে। পরে ২৭ ফেব্রুয়ারি র‌্যাবের হাতে আটক হওয়া ৬ আসামিকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানো হয়। এ মামলায় এ পর্যন্ত মোট ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

>>> বশেমুরবিপ্রবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত
>>> নতুন নতুন কর্মসূচিতে উত্তাল গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি
>>> বশেমুরবিপ্রবিতে কুশপুতুল দাহ করে ধর্ষণের প্রতিবাদ
>>> গণধর্ষণের প্রতিবাদে মানববন্ধন-মোমবাতি প্রজ্জ্বলন
>>> ব‌শেমুর‌বিপ্রবি‌র বি‌দেশি শিক্ষার্থী‌দের মানববন্ধন
>>> বশেমুরবিপ্রবির ছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত ৬ আসামি কারাগারে
>>> ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন অব্যাহত
>>> ধর্ষকদের বিচার ও শিক্ষক শিক্ষার্থীদের হামলা প্রতিবাদে বিক্ষোভ
>>> ছাত্রীকে গণধর্ষণ: বশেমুরবিপ্রবিতে আলোর মিছিল
>>> চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ 
>>> গ্রেফতার ধর্ষকদের দ্রুত বিচার দাবিতে শিক্ষক সমি‌তির মানববন্ধন
>>> বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ‘গণধর্ষণের’ ঘটনার প্রতিবাদে মশাল মিছিল

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।