ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

ঢাকা: সাড়ে চার বছর আগে রাজধানীর কদমতলী এলাকায় অন্তঃসত্ত্বা স্ত্রী পলি আক্তার মীমকে হত্যার দায়ে স্বামী ইসমাইল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

রোববার (৬ মার্চ) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ আদেশ দেন।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রায় ঘোষণার আগে ইসমাইলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাউদ্দিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর রাতে ইসমাইল মীমকে কিল-ঘুষি মেরে এবং দেয়ালের সঙ্গে মাথায় আঘাত করে হত্যা করেন। এ ঘটনায় মীমের খালা রিনা বেগম ১৫ সেপ্টেম্বর কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ২৬ মে ইসমাইলকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন সিআইডি ডেমরা জোনাল টিমের পুলিশ পরিদর্শক আব্দুল হক।  

এরপর ২০১৯ সালের ১১ এপ্রিল ইসমাইলের বিরুদ্ধে চার্জগঠন করে আদালত। মামলার বিচার চলাকালে আদালতে ১৪ জন সাক্ষীর মধ্যে ১২ জন সাক্ষ্য দেন।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।