ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ভুয়া স্ত্রী সেজে মামলা, নারী রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
ভুয়া স্ত্রী সেজে মামলা, নারী রিমান্ডে

ঢাকা: জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ও কাবিননামা তৈরি করে ভুয়া স্ত্রী সেজে মামলা করা বিউটিসহ দুই নারীকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শ্রুভ্রা চক্রবর্তী রিমান্ডের এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া অপর আসামি হলেন- মনিকা। সিএমএম আদালতে কোতয়ালী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে বিচারক দুই নারীকে একদিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ফেব্রুয়ারি মাসে মোসা. বিউটি বাদী হয়ে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে মামলা করেন। সে মামলায় আদালতের বিচারক রাশেদ কবির মামলাটি বিচার বিভাগীয় তদন্তের জন্য নির্দেশ দেন।

সে নির্দেশের পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতকে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন। সে অনুযায়ী তদন্তের দায়িত্বপ্রাপ্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদার কাছে সাক্ষী দিতে আসেন বিউটি ও সাক্ষী মনিকা। তবে বাদী জবানবন্দি দেওয়ার সময় কথা-বার্তায় বিচারকের সন্দেহের সৃষ্টি হয়। বাদীর প্রতি সন্দেহের সৃষ্টি হলে বিচারক তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ভুয়া বাদী বিউটি বিচারকের কাছে স্বীকার করেন যে, 'নালিশি মামলার আসামি মারজানুল হককে তিনি ব্যক্তিগতভাবে চিনেন না। তিনি সিলেটের জনৈক মজিবুর রহমানের কথায় এবং অর্থের লোভে মিথ্যা মামলায় বাদী হতে তিনি সম্মত হয়েছেন। মিথ্যা মামলা দায়েরের জন্য যাবতীয় কাগজপত্র দিয়েছেন। এ কাজে বিউটির জাল জাতীয় পরিচয়পত্র এবং জাল নিকাহনামা মজিবুর রহমান প্রস্তুত করে দেন।

পরে অপর সাক্ষীর প্রত্যক্ষ সহযোগিতায় তারা বিভিন্ন সময় বিভিন্ন নামে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করে থাকেন। পরে বিচারকের নির্দেশে আদালতের বেঞ্চ সহকারী সেখ তানভীর রেজা মুন্না বাদী হয়ে দণ্ডবিধির ৪১৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় মামলা দায়ের করেন।

কোতায়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান আদালতপাড়ার সাংবাদিকদের বলেন, 'গত রোববার তানভীর রেজা মুন্না নামের সিএমএম আদালতের এক বেঞ্চ সহকারী মোসা. বিউটি (২৬) ও মনিকা (৩৩) নামের দুজনকে থানায় নিয়ে আসেন। তাদের বিরুদ্ধে অভিযোগ হল, তাঁরা ভুয়া মামলার বাদী ও সাক্ষী। এ অভিযোগে থানায় একটি মামলা করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছি আমরা। তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো। '

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
কেআই/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।