ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

অপহরণ-ধর্ষণ মামলায় জামালপুরে যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুন ১৬, ২০২২
অপহরণ-ধর্ষণ মামলায় জামালপুরে যুবকের যাবজ্জীবন

জামালপুর: জামালপুরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় আদনান শাকিল (২৩) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অন্য ধারায় তাকে আরও ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ জামালপুরের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আদনান বকশীগঞ্জ পৌরসভার কামারপট্টি এলাকায় মৃত আব্দুল ছালামের ছেলে।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল হোসেন সিরাজী এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ২০২০ সালে ০৩ মার্চ বকশীগঞ্জ পৌর এলাকায় মাঝপাড়া গ্রামের বরকত আলীর মেয়ে বৃষ্টিকে অপহরণ করেন আদনান। পরে তাকে নিয়ে পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকা নিয়ে ধর্ষণ করেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃষ্টিকে উদ্ধারসহ আদনানকে আটক করে পুলিশ। পরে বৃষ্টির বাবা বরকত আলী বাদী হয়ে আদনানের নামে বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। বৃহস্পতিবার অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুন ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।