ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বাগেরহাটে ২ জেএমবি সদস্যের ৭ বছর করে জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
বাগেরহাটে ২ জেএমবি সদস্যের ৭ বছর করে জেল

বাগেরহাট: বাগেরহাটে দুই জেএমবি সদস্যকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (০২ আগস্ট) বিকেলে বাগেরহাট যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. খুরশীদ আলম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।  

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সারুলিয়া গ্রামের মো. আকবর আলী (৩৩) ও বরগুনা জেলার বান্দর গাছিয়া গ্রামের মেহেদী হাসান ওরফে আবীর (৪২)।

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের অক্টোবরে মোল্লাহাট উপজেলা থেকে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আকবর ও আবীরকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ২৭ অক্টোবর সেই সময়ের র‌্যাব-৬ খুলনার উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন বাদী হয়ে তাদের নামে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার আদালত এ রায় দেন।  

বাগেরহাট আদালত পুলিশের পরিদর্শক দিলীপ সরকার বলেন, রায়ের পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।