ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সিলেটে জাহাঙ্গীর খুন: সব আসামি হাইকোর্টে খালাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
সিলেটে জাহাঙ্গীর খুন: সব আসামি হাইকোর্টে খালাস

ঢাকা: ১৮ বছর আগে সিলেটের দলদলি চা-বাগানে এক ব্যক্তি হত্যার দায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি ও যাবজ্জীবন দণ্ডিত সাত আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

এ মামলার ডেথ রেফারেন্স খারিজ এবং আপিল মঞ্জুর করে মঙ্গলবার (২৩ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ, সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমেদ হিরো।

সিলেট নগরীর দলদলি চা-বাগানে ২০০৪ সালের ১ সেপ্টেম্বর ফরিদ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমকে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবার করা মামলায় ২০০৫ সালের ৩১ জানুয়ারি ৮ আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়।

বিচার শেষে ২০১৬ সালের ১৪ নভেম্বর সিলেটের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা নগরীর কলবাখানি এলাকার শরীফ উদ্দিনকে মৃত্যুদণ্ড দেন। ইকবাল মিয়া, গুলজার আহমদ, কালাম মিয়া, নয়ন ওরফে রিপন, রাজ্জাক, জলিল ও হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা ফৌজদারি আপিল ও জেল আপিল করেন।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।