ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ফেনীর সংঘর্ষ: হাইকোর্টে যুবদল-ছাত্রদলের ১৪ নেতার জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
ফেনীর সংঘর্ষ: হাইকোর্টে যুবদল-ছাত্রদলের ১৪ নেতার জামিন

ঢাকা: নিত্যপণ্যের মূল্য বাড়ার প্রতিবাদে ফেনী জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে সংঘর্ষের ঘটনার মামলায় জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের ১৪ নেতাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

পৃথক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৩ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও  বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ ছয় সপ্তাহের জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস, সৈয়দ নুরে আলম সিদ্দিকী সোহাগ।

আইনজীবী সোহাগ জানান, গত ১২ আগস্ট তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ার প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফেনী জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় ফেনী সদর থানা পুলিশ ২৪ নেতার নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ নেতাকর্মীর নামে মামলা দায়ের করে।

এ মামলায় আজ যুবদল ফেনী জেলার ভারপ্রাপ্ত সভাপতি মো. বেলাল হোসেন ওরফে ভিপি বেলাল, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, সদর থানা যুবদলের আহ্বায়ক নিজাম মাস্টার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাঝী, সাংগঠনিক সম্পাদক রিয়াজ পাটোয়ারী, দাগনভূঁইয়া পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন ওরফে ভিপি ইমামসহ ১৪ জনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

পাশাপাশি এ সময়ের মধ্যে আসামিদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।