ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নির্বাচন পর্যবেক্ষক থাকা নিয়ে অধিকারের রিট খারিজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
নির্বাচন পর্যবেক্ষক থাকা নিয়ে অধিকারের রিট খারিজ

ঢাকা: নির্বাচন পর্যবেক্ষক নিবন্ধন বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে মানবাধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন অধিকারের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

অধিকারের পক্ষ থেকে এ রিট মামলাটি আর চালাবে না বলে আদালতকে অবহিত করার পর বুধবার (২৪ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ খারিজ করে দেন।

আদালতে অধিকারের পক্ষে ছিলেন আইনজীবী মো. আহসানুজ্জামান। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপা।

এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধন মেয়াদোত্তীর্ণ হবার পর ২০১৮ সালের ৬ নভেম্বর নির্বাচন কমিশন অধিকারের নির্বাচন পর্যবেক্ষক নিবন্ধন বাতিল করে।

এর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ১২ ডিসেম্বর অধিকারের সভাপতি ড. সি আর আবরার হাইকোর্টে রিট করেন। তখন আদালত রুল জারি করেন।

বুধবার অধিকারের আইনজীবী মামলাটি আর চালাবেন না বলে আদালতকে অবহিত করেন। এরপর আদালত খারিজ (ডিসচার্জ ফর ননপ্রসিকিউশন) আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।