ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

৩২ কেজি গাঁজাসহ আটক আবুল খায়েরের জামিন স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
৩২ কেজি গাঁজাসহ আটক আবুল খায়েরের জামিন স্থগিত

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৩২ কেজি গাঁজাসহ আটক আবুল খায়েরকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকোর্টের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে রোববার (২৫ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।

গত ৯ আগস্ট কুটি ইউনিয়নের লেশিয়ারা কবরস্থানের সামনে থেকে ভোররাতে আবুল খায়েরকে ৩২ কেজি গাঁজা, দুটি মোবাইল এবং নগদ ১৫ হাজার টাকাসহ আটক করে পুলিশ। আবুল খায়ের উপজেলার পানিয়ারুপের হানিফ মিয়ার ছেলে। মামলার পর আদালত তাকে জেল হাজতে পাঠান।

এরপর জামিন আবেদনের প্রেক্ষিতে ৩১ আগস্ট হাইকোর্ট তাকে জামিন দেন। এর বিরুদ্ধে ২২ সেপ্টেম্বর লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে আসামি জামিনে মুক্ত হন।

রোববার লিভ টু আপিলের শুনানি শেষে তার জামিন স্থগিত করে আত্মসমর্পণের নির্দেশ দেন আপিল বিভাগের চেম্বার আদালত।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।