ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুপ্রিম কোর্ট মাজার মসজিদে মাহফিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২২
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুপ্রিম কোর্ট মাজার মসজিদে মাহফিল

ঢাকা: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সুপ্রিম কোর্ট মাজার মসজিদে শনিবার ও রোববার (৮ ও ৯ অক্টোবর) দুই দিনব্যাপী আলোচনা, মিলাদ ও মাহফিল শুরু হয়েছে।

প্রথমদিন শনিবার বাদ মাগরিবের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আপিল বিভাগের বিচারপতি ও সুপ্রিম কোর্ট মাজার ও মসজিদ প্রশাসন কমিটির সভাপতি বিচারপতি মো. নূরুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, বিচারপতি কে এম কামরুল কাদের প্রমুখ।

আলোচনা শেষে ওয়াজ করেন মসজিদের খতিব মাওলানা আহমাদ চৌধুরী ফুলতলী। এরপর মিলাদ, জিকির ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সভাপতিত্ব করবেন মাজার ও মসজিদ প্রশাসন কমিটির সদস্য লে. ক. (অব.) নাসির উদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।