ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

পিএসসির নতুন সদস্য আলী আজমের শপথ বিকেলে 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
পিএসসির নতুন সদস্য আলী আজমের শপথ বিকেলে  কে এম আলী আজম

ঢাকা: সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব কে এম আলী আজমের শপথ ৩ নভেম্বর বৃহস্পতিবার ।

এদিন বিকেল তিনটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো.মিজানুর রহমানের স্বাক্ষর করা এক স্মারক থেকে এ তথ্য জানা গেছে।

আলী আজমের অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে রাষ্ট্রপতি তাকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন জানিয়ে মঙ্গলবার (১ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

দায়িত্ব নেওয়ার দিন থেকে পাঁচ বছর মেয়াদে বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় আলী আজম পিএসসির সদস্যের দায়িত্বে থাকবেন বলে উল্লেখ করা হয়েছে।

অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. সোহরাব হোসাইন পিএসসির চেয়ারম্যানের দায়িত্বে আছেন।  

নতুন করে আলী আজমকে নিয়ে কমিশনের সদস্য সংখ্যা হবে ১৩ জন।

পিএসসির নতুন সদস্য আলী আজম 

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
ইএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।