ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজার: কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় মামুনুর রশিদ (২০) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ বছর এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি ইজিবাইক চালক মামুনুর রশিদ কক্সবাজারের টেকনাফ উপজেলার পশ্চিম মহেশখালীয়া পাড়ার আবদুল গফুরের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০২১ সালের ৩ মে ইয়াবাসহ আটক হন এ ইজিবাইক চালক। এ ঘটনায় দায়ের করা মামলায় চলতি বছরের ১৬ মে অভিযোগ গঠন করেন আদালত। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করা হলো।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
এসবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।