ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লন্ডন

প্রিন্ট মিডিয়ার সময় এখন আর নেই: রুশনারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
প্রিন্ট মিডিয়ার সময় এখন আর নেই: রুশনারা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লন্ডন: বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য (এমপি) রুশনারা আলী বলেছেন, প্রিন্ট মিডিয়ার সময় এখন আর নেই, তারা এখন টিকে থাকার সংগ্রামে লিপ্ত। সময়টা এখন অনলাইন মিডিয়ার।



বুধবার (০৯ ডিসেম্বর) লন্ডনে ‘বিশ্ববাংলানিউজ২৪ডট কম’ নামে একটি অনলাইন পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুশনারা আলী বলেন, ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির অর্জন কম নয়। ব্রিটিশ পার্লামেন্টে এখন তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি। ব্রিটিশ সোসাইটির বিভিন্ন উচ্চ পর্যায়েও এখন বাংলাদেশিদের অবস্থান।

তিনি আরও বলেন, আমাদের সন্তানরা এই সোসাইটিতে ঠিকে থাকার যোগ্যতা অর্জন করছে। এসব অর্জন ইতিবাচকভাবে মিডিয়ায় তুলে ধরলে কমিউনিটির অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং অর্জনের সীমানাও বিশাল হবে।

মূলধারায় কমিউনিটির চূড়ান্ত সাফল্য অর্জনের আন্দোলনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে সবাইকে আহ্বানও জানান বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ এই পার্লামেন্ট সদস্য।

কমিউনিটির কাছে খবর পৌঁছাতে গিয়ে ইতিবাচক খবরগুলোকে যেন প্রাধান্য দেওয়া সে বিষষে পত্রিকার কর্তৃপক্ষকে পরামর্শ দেন রুশনারা।

নেতিবাচক ঘটনার অভিজ্ঞতা কমিউনিটির জন্য ইতিবাচক কিছু সৃষ্টিতে তাড়িত করে প্রতিটি ঘটনা সেভাবেই তুলে ধরতে হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আনসার আহমেদ উল্লাহ। উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার প্রেস নাদিম কাদির, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার শফিকুল ইসলাম, বিশিষ্ট কমিউনিটি নেতা আজিজ চৌধুরী, বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট সৈয়দ আনাস পাশা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববাংলানিউজ২৪ডট কম’র সম্পাদক শাহ এম রহমান বেলাল, নির্বাহী সম্পাদক মুহাম্মদ শাহেদ রাহমান, সাংবাদিক মতিয়ার চৌধুরী, আব্দুল হান্নান, এম জি চৌধুরী,‍ স্থানীয় জগন্নাথপুর টাইমস পত্রিকার সহকারী বার্তা সম্পাদক আবদাল কামালী, জেএমজি কার্গো'র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনির উদ্দিন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট বাতিরুল হক সরদার, রুহেলা বেগম রাহমান, সালমা হুদা, মুহাম্মদ সাকুল ইসলাম, মুস্তাক আহমদ, আশরাফুল হুদা বাবুল, তমিজ উদ্দিন, আজাদ চৌধুরী, জুলফিকার আহমাদ, আবু সুফিয়ান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ