ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লন্ডন

সিলেট কাজিরবাজার সেতু

পীর হবিবুর রহমানের নামে করার দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
পীর হবিবুর রহমানের নামে করার দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লন্ডন: জননেতা পীর হবিবুর রহমানের স্মরণসভায় তার নামে সদ্য নির্মিত সিলেট কাজিরবাজার সেতুর নামকরণের দাবি জানিয়েছেন বক্তারা।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এ দাবি জানানো হয়।

স্মরণসভায় প্রয়াত পীর হবিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে সদ্য নির্মিত প্রামাণ্যচিত্র ‘রাজনীতির শুদ্ধ পুরুষ’ এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, শোষিত মানুষের মুক্তির আন্দোলনের কিংবদন্তী পীর হবিবুর রহমান ছিলেন রাজনীতির আপাদমস্তক একজন শুদ্ধ পুরুষ। রাষ্ট্রের প্রয়োজনেই এমন একজন রাজনীতিককে বাঁচিয়ে রাখা আমাদের জন্যে জরুরি।

পীর হবিবুর রহমান ফাউন্ডেশন আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক সৈয়দ আনাস পাশা। জামাল আহমেদ খানের পরিচালনায় অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, পীর হবিবুর রহমান স্মৃতি সংসদের সভাপতি মাহমুদ এ রউফ, মাইগ্রেন্ট ভয়েসের চেয়ারম্যান হাবিব রহমান, বাংলাদেশ হাইকমিশনের সাবেক মিনিস্টার প্রেস আবু মুসা হাসান, এসএসবিআই’র চেয়ারম্যান আজিজ চৌধুরী, পীর হবিবুর রহমান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ এনামুল ইসলাম ও কমিউনিটি নেতা বশির আহমেদ। বক্তব্য দেন ‘রাজনীতির শুদ্ধ পুরুষ’ প্রামাণ্যচিত্রের পরিচালক মঈনুল হোসেইন মুকুল, শিক্ষক সৈয়দ রকিব, নারীনেত্রী হোসনা মতিন, জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লীলু, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, যুব ইউনিয়ন নেতা শাহরিয়ার বিন আলী, পীর হবিবুর রহমান ফাউন্ডেশনের সহ সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক সৈয়দ সদরুল হোসেইন ও ইসমাইল হোসেইন লিটন প্রমুখ।

পীর হবিবুর রহমানের দুই ছেলেসহ আত্মীয়-স্বজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১৯২৭ সালের ৯ অক্টোবর জন্ম নেন পীর হবিবুর রহমান। তিনি ছিলেন পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের যুগ্ম সম্পাদক। স্বাধীন বাংলাদেশে ন্যাপের সাধারণ সম্পাদক ও গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধে ভূমিকা রাখেন ত্রিকালদর্শী এই রাজনীতিক। ২০০৪ সালের ১৬ ফেব্রুয়ারি ৭৬ বছর বয়সে তার জীবনাবসান ঘটে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ