ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লন্ডন

প্রবাসীদের সমস্যা সমাধানে লন্ডনে আলোচনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
প্রবাসীদের সমস্যা সমাধানে লন্ডনে আলোচনা প্রবাসীদের সমস্যা সমাধানে লন্ডনে আলোচনা

ঢাকা: প্রবাসী ভুক্তভোগীদের বিভিন্ন সমস্যার সমাধানে লন্ডনে দুই দিনব্যাপী আলোচনা সভা করেছে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) যুক্তরাজ্য শাখা।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি মাসের ১২ ও ১৩ তারিখে অনুষ্ঠিতে এ ফ্রি কনসালটেশন অনুষ্ঠানে অংশ নেন সংগঠনটির প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

পূর্বলন্ডনে এইচআরপিবি ইউকে শাখার অফিসে আয়োজিত বিপুল সংখক প্রবাসী আলোচনায় অংশ নেন এবং বিভিন্ন বিষয় তাদের বাংলাদেশে সম্পত্তি/মামলার সমস্যাগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে অ্যাডভোকেট মনজিল মোরসেদ ফ্রি কনসালটেশনে উপস্থিত থেকে ভুক্তভোগীদের বিভিন্ন সমস্যা সরাসরি শোনেন ও তাদের কাগজপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ সম্পর্কে দিক-নির্দেশনা দেন। অনুষ্ঠানে দশজন প্রবাসী এইচআরপিবি’র কাছে বাংলাদেশে তাদের সমস্যা সমাধানে ফ্রি লিগাল এইড এর আবেদন করলে তা গ্রহণ করা হয়।

অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচআরপিবি ইউকে শাখার সভাপতি রহমত আলি, টাওয়ার হ্যমলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার কাউন্সিলর আয়াছ মিয়া, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে এর ভাইস প্রেসিডেন্ট মুক্তিযুদ্ধা এম এ মান্নান, বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বদরুজ্জামান বাবুল, কমিউনিটি লিডার ও এইচআরপিবি সদস্য মো. সানু মিয়া, ফারুক আলি, আবাব হোসনে, খয়রুল ইসলাম,আবদুল লতিফ, ফারুক মিয়া প্রমুখ।

এদিকে ২৩ সেপ্টেম্বর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে’ শাখার এক সভা সংগঠনের কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, এইচআরপিবি কেন্দ্রীয় প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ।  

সভায় উপস্থিত ছিলেন টাওয়ার হ্যমলেটস কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলার গোলাম মর্তুজা, সাবেক স্পিকার আব্দুল মুকিত চুনু এমবিই, ডেপুটি স্পিকার কাউন্সিলর আয়াছ মিয়া, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে এর ভাইস প্রেসিডেন্ট মুক্তিযুদ্ধা এম এ মান্নান, শাহ মোদাব্বির হোসেন মধু মিয়া, বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বদরুজ্জামান বাবুল, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট এর সাবেক সেক্রেটারি নজরুল ইসলাম, কমিউনিটি নেতা সুলেমান আলী, সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ, কমিউনিটি নেতা মৌলানা রফিক আহমদ, সাংবাদিক সৈয়দ জহুরুল হক, মিসবাহ জামাল, মাস্টার আমির উদ্দিন, মোহাম্মদ ইসলাম উদ্দিন, চমক আলী নুর, সরফরাজ খান চপল, আজাদ খান এবং মোহাম্মদ আজাদ খান, সাজিদ আলী মেনন,আব্দুল হান্নান, সুবান আলী (বারী), আব্দুল হক হাবিব, রুপি আমিন, ও হাবিবুর রহমান প্রমুখ।

সভায় সাংগঠনিক বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এবং সর্বসম্মতিক্রমে কাউন্সিলর আয়াছ মিয়াকে এইচআরপিবি ইউকে কমিটির সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ