ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

কুয়ালালামপুরে গ্রেনেড হামলায় আইএস জড়িত নয়

কুয়ালালামপুর করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৪
কুয়ালালামপুরে গ্রেনেড হামলায় আইএস জড়িত নয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুয়ালালামপুর থেকে: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে বুধবার রাতে গ্রেনেড হামলার ঘটনায় ইসলামিক স্টেট বা আইএস-এর সংশ্লিষ্টতা অস্বীকার করেছে মালয়েশীয় পুলিশ।

দেশটির গোয়েন্দা সংস্থা মনে করছে স্থানীয় সন্ত্রাসীদের দলীয় কোন্দলের কারণে এ হামলা হয়ে থাকতে পারে।

দলগতভাবে এ হামলা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে ২টি গ্রেনেড বিস্ফোরণ ঘটেছে বলেও গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে।

এ হামলায় একজন নিহতসহ প্রায় ১৩ জন আহত হয়েছেন। ৩৬ বছর বয়সী নিহত ব্যক্তির নাম তিয়ং কোয়ং। আহতদের মধ্যে ছয়জন স্থানীয়, একজন থাইল্যান্ড, একজন সিঙ্গাপুর এবং ৪ জন চীনের নাগরিক।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজ্জাক হামলার তদন্তের জন্য দ্রুত নির্দেশ দিয়েছেন। যত শিগগির সম্ভব হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে নিজ দেশের নাগরিকদের আশ্বস্ত করেন দেশটির প্রধানমন্ত্রী।
 
গেনেড হামলার ঘটনায় বুকিত বিনতাংয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ এলাকার নিরাপত্তা জোরদার করেছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ