ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

মালয়েশিয়া

অভিবাসীদের উদ্ধারে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর নির্দেশ

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৪, মে ২১, ২০১৫
অভিবাসীদের উদ্ধারে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর নির্দেশ

মালয়েশিয়া: সাগরে ভাসমান অভিবাসীদের উদ্ধারের নির্দেশ দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজ্জাক।

বৃহস্পতিবার (মে ২১) তিনি এ নির্দেশ দেন।



দক্ষিণ-পূর্ব এশিয়ার সমুদ্র উপকূলে বিপুল সংখ্যক অভিবাসীর দুর্ভোগে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এটি আন্তর্জাতিক গুরুত্ববহ একটি সমস্যা।

মানবিক দৃষ্টিকোণ থেকে প্রধানমন্ত্রী নাজিব সাগরে ভাসমান অভিবাসীদের বহনকারী নৌযান সমুদ্র থেকে উদ্ধার ও অনুসন্ধানের জন্য নৌবাহিনী এবং কোস্টগার্ডকে নির্দেশ দিয়েছেন বলে জানা যায়।

প্রধানমন্ত্রী তার ফেসবুক পোস্টে বলেন, আমি রয়্যাল মালয়েশিয়ান নেভি ও মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সিকে রোহিঙ্গা বহনকারী নৌযান উদ্ধার ও অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছি। প্রাণহানি আমাদের ঠেকাতে হবে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, মে ২১, ২০১৫
এএ

** অভিবাসী উদ্ধারে অংশ নেবে না অস্ট্রেলিয়া
** অভিবাসীদের উদ্ধারে এগিয়ে আসছে যুক্তরাষ্ট্র

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ