ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়া সীমান্তে ১৩৯ কবরের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, মে ২৫, ২০১৫
মালয়েশিয়া সীমান্তে ১৩৯ কবরের সন্ধান ছবি: সংগৃহীত

ঢাকা: মালয়েশিয়া সীমান্তে ১৩৯টি কবর ও ২৮টি বন্দিশিবিরের সন্ধানের কথা জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান খালিদ আবু বকর।

সোমবার (২৫ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

অনেকগুলো কবরে একাধিক মরদেহ রয়েছে বলেও জানান খালিদা আবু বকর।

এছাড়া মালয়েশিয়ার উত্তর সীমান্তের পাঁচশ মিটারের মধ্যে ওই ২৮টি বন্দিশিবিরের সন্ধানের কথা জানান তিনি।

পুলিশ প্রধান আবু বকর সাংবাদিকদের জানান, গত ১১ মে থেকে ২৩ মে পর্যন্ত পরিচালিত অভিযানে এ কবরগুলোর সন্ধান পাওয়া যায়। চলতি মাসের শুরুতে থাইল্যান্ডে পাওয়া গণকবর থেকে একশ মিট‍ার দূরে একটি কবর পাওয়া গেছে বলেও জানান তিনি।

কবর থেকে মরদেহগুলো উত্তোলণে পুলিশের একটি দল সকালেই ঘটনাস্থলে পৌঁছেছে।  

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, মে ২৫, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ