ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

কুয়ালালামপুরে যুবলীগের ইফতার মাহফিল

মালয়েশিয়া থেকে মোস্তফা ইমরান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
কুয়ালালামপুরে যুবলীগের ইফতার মাহফিল

কুয়ালালামপুর (মালয়েশিয়া): মালয়েশিয়ার কুয়ালালামপুরে যুবলীগের উদ্যোগে সম্প্রতি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুয়ালালামপুরের ভিড় সান্দার ইন হোটেলের বলরুমে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়।



ইফতার উপলক্ষে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ইফতার মাহফিলে যোগ দেন মালয়েশিয়া যুবলীগের নেতাকর্মীরা। এর সঙ্গে যোগ দেন আওয়ামী পরিবার ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শাহাদত সাব্বিরের সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মনসুর আল বাশার সোহেল।

কুয়ালালামপুরের সান্দার ইন হোটেলের বলরুমে মালয়েশিয়া যুবলীগের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভায় যুবলীগ ছাড়াও আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল বলেন, যুবলীগের নেতাকর্মীদের উচিত সুন্দর সংগঠন দাঁড় করাতে এগিয়ে আসা।

তিনি মালয়েশিয়া যুবলীগে কোনো আবর্জনা থাকবে না বলেও মন্তব্য করেন।

মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না বিস্ময় প্রকাশ করে বলেন, বিএনপির সহযোগিতায় যারা মালয়েশিয়ায় এসেছেন, তারা কীভাবে মালয়েশিয়া আওয়ামী যুবলীগের নেতৃত্বে আসেন!

যুবলীগ কর্মী আশফাকুল ইসলাম সোহেল বলেন, সুসময়ে দলে যাদের আবির্ভাব হয়েছে, আগে যারা অন্য দলের নেতৃত্ব দিয়েছেন, তারা যুবলীগের নেতৃত্ব দিচ্ছে, এটা একজন কর্মী হিসেবে আমরা মেনে নিতে পারি না।

মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক লিটন সরকার বাবু তার বক্তব্যে বলেন, যুবলীগ কারো একক সম্পত্তি নয়। যোগ্য ব্যক্তিকে আমরা যোগ্য স্থানে বসাতে চাই। এ জন্য যে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করতেও আমরা পাশে থাকবো।

সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন, মালয়েশিয়া যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও অনুষ্ঠানের সভাপতি মনসুর আল বাশার সোহেল।  

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রবাসী কণ্ঠ পত্রিকার সম্পাদক ও মালয়েশিয়া আওয়ামী লীগের অন্যতম সংগঠক গৌতম রায়।

এ সময় মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোস্তফা তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী, সদস্য হাফিজুর রহমান ডাবলু, সদস্য হুমায়ন কবির, সদস্য শাখাওয়াত হোসেন জোসেফ, সদস্য অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন মিরান, সদস্য প্রদীপ কুমার বিশ্বাস, সদস্য শওকত আলি তিনু উপস্থিত ছিলেন।

এ ছাড়া মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না ও শাহজাহান উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন- মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মজুমদার বিজন, আনিসুর রহমান রুবেল, সাইফুল ইসলাম চৌধুরী সৈকত, আল আমিন ডলার, হাকিম ভূঁইয়া, ব্রাউন সোহেল, নিরব হোসেন নিরব, শেখ জহির, তানভীর আহমেদ কায়েস, জহির উদ্দিন বাদশা, আজিজুল হক আমান, ফারুক হোসেন, মশিউর রহমান জুয়েল, শাহাদাত হোসেন রুবেল, মালয়েশিয়া ছাত্রলীগের আহ্বায়ক হুমায়ন কবির, যুগ্ম-আহ্বায়ক ওয়াসিম ওয়াজেদ, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক লিটন সরকার বাবু, জাতীয় শ্রমিকলীগ মালয়েশিয়ার আহ্বায়ক সোহেল বিন-রানা, যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বাধীন চৌধুরী, সাধারণ সম্পাদক সেলিম সর্দার।
 
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
এবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ