ঢাকা: ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন’র (ইউএমএনও) বর্তমান প্রেসিডেন্ট ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজ্জাকের বিরুদ্ধে ১ এমডিবি প্রকল্প থেকে ২. ৬ বিলিয়ন রিংগিত নিজের ব্যক্তিগত একাউন্টে সরিয়ে নেওয়ার অভিযোগে ক্ষুব্ধ আন্দোলনকারীরা।
এছাড়া বিভিন্ন দুর্নীতির অভিযোগে নাজিব এবং তার মন্ত্রিসভার বিরুদ্ধেও ক্ষিপ্ত জনগণ।
আগস্টের মাঝামাঝি সময়ে নাজিবের অপসারণের দাবিতে চলতি মাসের ২৯ ও ৩০ আগস্ট মারদেকা অভিমুখে র্যালির ঘোষণা দেয় নাজিববিরোধী আন্দোলনরত জোট বার্সিহ।
শনিবার সকাল থেকে শুরু হয়ে বার্সিহর এ র্যালি চলবে রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত। ইতোমধ্যে র্যালিতে লক্ষাধিক লোকের সমাগম হয়েছে বলে দাবি করছেন আন্দোলনকারীরা।
















ভিডিও লিংক:
বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এমএন/টিআই