ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

বাংলাদেশে বন্যার্তদের পাশে কাজ করছে ‘মারসি মালয়েশিয়া’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৭
বাংলাদেশে বন্যার্তদের পাশে কাজ করছে ‘মারসি মালয়েশিয়া’ বাংলাদেশে বন্যার্তদের পাশে কাজ করছে ‘মারসি মালয়েশিয়া’

কুয়ালালামপুর থেকে: দক্ষিণ এশিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার অন্যতম এনজিও ‘মারসি মালয়েশিয়া’।

মারসি মালয়েশিয়ার জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

বন্যার ভয়াবহতা বিবেচনা করে মারসি মালয়েশিয়ার তিন সদস্যের একটি ‘র‌্যাপিড এসেসমেন্ট টিম’ গত ২৫ আগস্ট থেকে বাংলাদেশে অবস্থান করছেন।

টিমের সদস্যের মধ্যে একজন মেডিকাল অফিসার, একজন লজিস্টিক অফিসার রয়েছেন।

আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত তারা দুর্গত এলাকা পরিদর্শন করবেন এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের তালিকা করবেন। পরবর্তীতে প্রয়োজন অনুসারে ত্রাণ সরবরাহকারী টিম বাংলাদেশে আসবে।

বর্তমানে তিন সদস্যের টিমটি ঢাকা কমিউনিটি হাসপাতালের সঙ্গে সমন্বিতভাবে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় জীবাণুমুক্ত পানি এবং ওষুধ সরবরাহের কাজে নিয়োজিত রয়েছে।

বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য মালয়েশিয়াজুড়ে সাহায্যের জন্য আবেদন করা হয়েছে মারসি মালয়েশিয়ার অফিসিয়াল সামাজিক মাধ্যমে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ