ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

বোর্নিওতে মাছ ধরা প্রতিযোগিতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
বোর্নিওতে মাছ ধরা প্রতিযোগিতা বোর্নিওতে মাছ শিকার প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকা বহর।

ঢাকা: পর্যটক টানতে আন্তর্জাতিক উন্মুক্ত মাছ শিকার প্রতিযোগিতা আয়োজন করছে মালয়েশিয়ান বোর্নিওর সারাওয়াক প্রদেশের সেতামান শহর। আসছে বছরের শুরুতেই দক্ষিণ চীন সাগরের তীরবর্তী তানজুং দাতু ন্যাশনাল পার্কের নামে এ প্রতিযোগিতা হবে।

শনিবার (৭ অক্টোবর) সীমিত পরিসরে দক্ষিণ চীন সাগরে এ উৎসবের মহড়া হয়।

আয়োজকদের মুখপাত্র দাতুক আমার জামিলা অনু বলেছেন, আন্তর্জাতিক পরিসরে এই মাছ শিকারের প্রতিযোগিতা বাস্তবায়নে আমার মুখিয়ে আছি।

এ প্রতিযোগিতা মালয়েশিয়ান বোর্নিওর পর্যটন পঞ্জি ও সেতামান শহরের উৎসব তালিকায় গুরুত্বের সঙ্গে স্থান পাবে।

শনিবারের আয়োজনে ১৪০টি দল মাছ শিকারে অংশ নিয়েছে। মাঝারি আয়োজনে শুরু হওয়া এ প্রতিযোগিতার পরিধি ক্রমেই বাড়বে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ