ঢাকা: দক্ষিণ কোরিয়া ফেরত তালিকাভুক্ত তিন শতাধিক বাংলাদেশি কর্মীকে বিমার টাকা ফেরত দেওয়ার লক্ষ্যে খুঁজছে ঢাকার এইচআরডি কোরিয়া ইপিএস সেন্টার।
২০০৮ সাল থেকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) মাধ্যমে কর্মীরা বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়াতে যাচ্ছেন।
কোরিয়া সরকারের নিয়ম অনুযায়ী সব কর্মীকে বিমার আওতাধীন হতে হয় এবং কোরিয়া থেকে ফেরত আসার সময় সেই বিমার অর্থ নিয়ে আসতে হয়। কিন্তু কর্মীদের অনেকে সেই বিমার অর্থ ফেরত নিয়ে আসতে ভুলে যান।
এরকম তিন শতাধিক বাংলাদেশি কর্মী বিমার টাকা পাবেন। এর পরিমাণ মাথাপিছু ৩০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত হতে পারে।
এইচআরডি কোরিয়া সেই কোরিয়া ফেরত ইপিএস কর্মীদের বিমার অর্থ ফিরিয়ে দিতে দীর্ঘ দশ বছর যাবত বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নিরলসভাবে কর্মীদের খোঁজ করে যাচ্ছেন।
এমন কর্মীদের একটি তালিকা এইচআরডি কোরিয়া ইপিএস সেন্টার ইন বাংলাদেশের ফেইসবুক পেজে নভেম্বর ৩০ প্রকাশ করা হয়েছে।
তালিকার সবাই আবেদন করতে পারবেন বিমার অর্থের জন্য। এ ছাড়া তালিকাভুক্ত কেউ যদি জীবিত না থাকেন, সেক্ষেত্রে বিবাহিত হলে স্ত্রী কিংবা সন্তান-সন্ততি, অবিবাহিত হলে বাবা-মা যথোপযুক্ত প্রমাণসহ আবেদন করতে পারবেন। ই-মেইলের (epscenterinbd@gmail.com) মাধ্যমে তাদের যোগাযোগ বা আবেদন করতে হবে ।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
টিআর/আরএইচ