রাজশাহী: রাজশাহী কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) রাত ১০টা এক মিনিটে রকিবর রহমান ওরফে ওকিবর নামের ওই আসামির ফাঁসি কার্যকর করা হয়।
তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমতলা গ্রামে। তিনি ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে। ১৯৯৯ সালের একটি হত্যা মামলায় রকিবর রহমানের মৃত্যুদণ্ড দেন আদালত। এরপর তিনি প্রাণভিক্ষার আবেদন করেন রাষ্ট্রপতি কাছে। কিন্তু ওই প্রাণ ভিক্ষার আবেদন নাকচ হলে বুধবার রাতে বিধি মেনে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ওই কয়েদি আসামির ফাঁসি কার্যকর করা হয়।
পরে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্বে) আব্দুল জলিল বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন। তিনি জানান, ফাঁসি কার্যকরের পর মরদেহ ময়নাতদন্ত করা হয়। পরে কারাবিধি মেনে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২২
এসএস/এসএ