খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বছর পূর্তিতে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) নেতারা বলেছেন, চুক্তি বাস্তবায়নে চরম স্থবিরতা চলছে। সরকারের কালক্ষেপন ছাড়া আর কোনো অগ্রগতি নেই এ চুক্তির।
তারা আরও বলেন, গুটিকয়েক স্বার্থান্বেষী ও সুবিধাভোগী গ্রুপ ছাড়া গোটা পার্বত্য চট্টগ্রামের একজন মানুষও চুক্তির সুফল পাচ্ছেন না। যতই সময় যাচ্ছে, ততই জটিলতা বাড়ছে এখানে।
শুক্রবার (০২ ডিসেম্বর) সকালে জেলার মহালছড়ি উপজেলার করল্যাছড়িতে জনসংহতি সমিতি (এমএন লারমা) আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল কান্তি চাকমা।
এ সমাবেশে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-সভাপতি বিভূ রঞ্জন চাকমা, প্রণব চাকমা ও সুধাকর ত্রিপুরা প্রমূখ
জনসংহতি নেতারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়ন এবং ভূমি কমিশন কার্যকর করার দাবি জানান। অন্যথায় কঠিন কর্মসূচি গ্রহন করা হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তারা।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
এসএম