ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রতিপক্ষের হামলায় এইচএসসি পরীক্ষার্থী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
প্রতিপক্ষের হামলায় এইচএসসি পরীক্ষার্থী নিহত  জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যাওয়া হচ্ছে।

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আঁখি আক্তার (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়ে।  

রোববার (০৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের বিস্তাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আঁখি আক্তার একই এলাকার আখতারুল ইসলামের মেয়ে। তিনি এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন - রশিদা বেগম,সাবিনা আকতার ,শাকিল হোসন, মিস্টার ও রুবেল। তাদেরকে আটকের পর বীরগঞ্জ থানা হাজতে রাখা হয়েছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, নিহতের মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আখতারুল ইসলাম এবং তার খালাত বোন রোকেয়া বেগমের মধ্যে ৭ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তাদের এই জমি নিয়ে আদালতে মামলা চলছিল। রোববার রোকেয়া বেগম সেই জমির দখল নিতে গেলে দুই পক্ষের মধ্যে মারপিট শুরু হয়। এতে গুরুতর আহত হয় আঁখি আক্তার। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আঁখির।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ