ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রযুক্তি দক্ষতা বাড়িয়ে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
প্রযুক্তি দক্ষতা বাড়িয়ে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান

রাজশাহী: প্রযুক্তিতে দক্ষতা বাড়িয়ে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে রাজশাহীতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়’ শীর্ষক দিনব্যাপী এ কর্মশালাটি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) রাজশাহী জেলা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজশাহী শিশু একাডেমীর সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের ভিত হচ্ছে ‘জ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ ভিত্তিক কম্পিউটিং প্রযুক্তি। রোবটিক্স, আইওটি, ন্যানো প্রযুক্তি, ডাটা সায়েন্স ইত্যাদি প্রযুক্তি প্রতিনিয়ত চতুর্থ শিল্প বিপ্লবকে নিয়ে যাচ্ছে অনন্য উচ্চতায়। চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাব সবচেয়ে বেশি পড়বে কর্মবাজারে। অটোমেশন প্রযুক্তির ফলে ক্রমে শিল্প-কারখানা হয়ে পড়ছে যন্ত্রনির্ভর। বাংলাদেশ জনসংখ্যা প্রায় ১৭ কোটি। এ বিপুল সংখ্যার জনশক্তির উন্নয়নে তথ্য প্রযুক্তির দক্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে উদ্যোক্তাদের তথ্য প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

এছাড়া অনলাইন মার্কেট প্লাটফর্মকে ক্ষুদ্র উদ্যোক্তাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে বলে কর্মশালায় মতামত দেন বক্তারা।

বিসিক রাজশাহী জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জাফর বয়েজিদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক ঢাকার পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) কাজী মাহবুবুর রশিদ।

কর্মশালার তাৎপর্য উল্লেখ করে প্রবন্ধ উপস্থাপন করেন রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিসিক রাজশাহীর আঞ্চলিক পরিচালক (উপ-সচিব) রেজাউল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আনিসুল ইসলাম, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক মো. সদরুল ইসলাম ও বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন রাজশাহী বিভাগের আহ্বায়ক লায়লা নাসরিন।

বাংলাদেশ সময় : ২০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এসএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।