ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রেস্টুরেন্টে ভাঙচুরের মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
রেস্টুরেন্টে ভাঙচুরের মামলার আসামি গ্রেফতার

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় রেস্টুরেন্টে ভাঙচুরের মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মাসুম মোল্লাকে সোমবার (২৬ ডিসেম্বর) সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের নীমতলা বাসষ্ট্যান্ডের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে ব্যবসায়ী সোলায়মান মুন্সি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এই মামলার আসামি উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের সালাম মোল্লার ছেলে মাসুম মোল্লাকে রোববার রাতে উপ-পরিদর্শক তরিকুল ইসলাম নিজ এলাকা থেকে গ্রেফতার করেন।

উল্লেখ্য, ২৪ ডিসেম্বর সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার গৈলা ইউনিয়নের নীমতলা বাসষ্ট্যান্ডের হোটেল ব্যবসায়ী সোলায়মান মুন্সির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ভাঙচুর করে সৈয়দ সম্রাট ও মাসুম মোল্লা।

এ ঘটনার প্রতিবাদে শনিবার ও রোববার বিকেল পর্যন্ত নীমতলার ৩৫টি দোকান বন্ধ ছিল।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
এসএম/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।