মেহেরপুর: অনুমোদন না নিয়ে ইটভাটা চালানোর অপরাধে গাংনী উপজেলার গাঁড়াডোব পুড়াপাড়া এলাকায় তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার গাঁড়াডোব পুড়াপাড়া এলাকার মোয়াজ ব্রিকস, ফাইভ স্টার ও আর এস বিসি ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ভাটা তিনটিতে অনুমোদন ছাড়াই ইট প্রস্তুত ও বিপণন করার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৮ এর ১৫(১) ধারায় ভাটা মালিকদের ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় গাংনী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
এমজেএফ