ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

দুর্নীতিমুক্ত দেশ গড়তে ইসলামী শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, ডিসেম্বর ২৭, ২০২২
দুর্নীতিমুক্ত দেশ গড়তে ইসলামী শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই

বরিশাল: দুর্নীতিমুক্ত দেশ গড়তে ইসলামী শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের।  

তিনি বলেন, বিনা ভোটের সরকার ও আমলারা দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে।

চলমান দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি পেতে দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় প্রধান বক্তা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল বশর আজিজী তার বক্তব্যে বলেন, আদর্শ ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে দেশের শিক্ষা ব্যবস্থার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি এইচ এম ছানাউল্লাহর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।

অতিথিরা বলেন, দেশের চলমান সংকট নিরসনে জাতীয় সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। আগামীর দেশ রক্ষায় ছাত্র ও যুবকদের মাঠে ময়দানে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ মিজানুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কে এম শরিয়াতুল্লাহ।

আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মো. জামিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. কাওছারুল ইসলাম, বরিশাল মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. নাসির উদ্দিন নাঈম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হালিম, জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল জেলা সভাপতি অধ্যাপক লোকমান হাকীম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা মো. সানাউল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সাধারণ সম্পাদক আরমান হোসেন রিয়াদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মাদ আশরাফুল ইসলাম।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি মো. শাহিন মাহমুদ, সরকারি বিএম কলেজ বরিশাল এর সভাপতি মো. মহিউদ্দিন।

আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি এইচ এম আল আমিন, সাংগঠনিক সম্পাদক ডি এম আল-আমিন, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ সালাউদ্দিন, প্রকাশনা ও দফতর সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ফয়সাল, অর্থ ও কল্যাণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ প্রমুখ।

সম্মেলন শেষে প্রধান অতিধি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার জন্য ২০২৩ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয। যেখানে এইচ এম আল আমীনকে সভাপতি, ডিএম আল আমীনকে সহ-সভাপতি ও মো. সালাউদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এমএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।