ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ক্যাথলিক চার্চে খ্রিস্টান সম্প্রদায়ের ৪৮ জন ছেলে-মেয়ের গণবিয়ে সম্পন্ন হয়েছে। খ্রিস্টানদের মতে এটিকে সাকামেন্ট বলা হয়।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রুহিয়া ক্যাথলিক চার্চে এ বিয়ে সম্পন্ন হয়। প্রতি বছর বড়দিনের একদিন পর সামাজিক আনুষ্ঠানিকতা শেষে ২৭ ডিসেম্বর গণবিয়ের আয়োজন করা হয়।
রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মযাজক ফাদার অ্যান্থনি সেন বলেন, খ্রিস্টানদের বিয়েতে যৌতুক প্রথা নেই। ছেলে-মেয়েরা বিভিন্ন জায়গায় চাকরি ও কর্মস্থলে থাকলেও বড়দিনে সবাই একত্রিত হয় এবং ২৬ ডিসেম্বর গায়ে হলুদসহ আনুষ্ঠানিকতা চলে, পরদিন ২৭ ডিসেম্বর আয়োজন করা হয় বিয়ের। এবার ২৪ জন ছেলে ও ২৪ জন মেয়ে মোট ৪৮ জন অর্থাৎ ২৪ জোড়া বিয়ে সম্পন্ন করা হয়েছে।
বিয়ের বর-কনে পরস্পরকে স্বামী-স্ত্রী হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন। উপস্থিত জনসাধারণের কাছে নতুন জীবনে সুখী হওয়ার জন্য দোয়া প্রার্থনা করেন এই নতুন দম্পতিরা।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
আরএ