ভোলা: ৩ দিন পর ভোলার মেঘনায় ডুবে যাওয়ায় কার্গো জাহাজ এমভি সাগর নন্দিনী-২ উদ্ধার কাজ শুরু হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার থেকে উদ্ধার কাজ শুরু হয়।
পদ্মা অয়েল কোম্পানি লি. ডিজিএম এবং দুর্ঘটনার তদন্তকারি কর্মকর্তা আসিফ মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সকাল থেকে অর্ধ-নিমজ্জিত জাহাজ উদ্ধার কাজ শুরু হয়।
বিআইডব্লিউটিএ পরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগ) মো. শাজাহান বলেন, উদ্ধার কাজে ৫০ সদস্যের একটি টিম অংশ নিয়েছে। প্রথমিক অবস্থায় ড্রেজিং কাজ শুরু হয় ঘনকুয়াশা এবং স্রোতের কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে তবে দ্রুত উদ্ধার কাজ সমাপ্ত হব। তবে কখন উদ্ধার কাজ শেষ হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না এ কর্মকর্তা।
গত রোববার ভোর রাতে চট্রগ্রাম থেকে ১১ লাখ ৫০ হাজার তেল নিয়ে চাঁদপুরের উদ্দেশে যাচ্ছিল পদ্মা ওয়েল কোম্পানির সাগর নন্দিনী-২ নামের কার্গো জাহাজ। ঘন কুয়াশার কারণে সেটি ভোলার তুলাতলী পয়েন্টে অপর একটি জাহাজের সাথে থাক্কা লেগে ডুবে যায়।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এসএম