ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নতুন বই আনতে গিয়ে ট্রলিচাপায় প্রাণ গেল সানজিদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
নতুন বই আনতে গিয়ে ট্রলিচাপায় প্রাণ গেল সানজিদার

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় নতুন বছরের প্রথম দিন নতুন বই আনতে গিয়ে বিদ্যালয়ের সামনেই হ্যান্ড ট্রলির চাপায় সানজিদা ইয়াসমিন শারিকা (১০) নামে এক শিশু শিক্ষার্থী প্রাণ হারিয়েছে।  

সানজিদা উপজেলার ঘোগা ইউনিয়নের হাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

তার বাবা আব্দুল কাদের ওই বিদ্যালয়ের নৈশ প্রহরী বলে জানা গেছে।

রোববার (১ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম লুৎফর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকালে নিহত সানজিদা বাড়ি থেকে বের হয়ে বই আনতে তার বিদ্যালয়ে যায়। সেখানে গিয়ে সে বিদ্যালয়ের সামনের রাস্তায় সহপাঠীদের সঙ্গে খেলছিল। এ সময় একটি হ্যান্ড ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, এ ঘটনায় ট্রলিসহ এর চালক মেহেদি হাসানকে আটক করা হয়েছে। এনিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।