ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২

কুমিল্লা: কুমিল্লায় বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন ও আট রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
 
রোববার (৮ জানুয়ারি) দিনগত রাতে কুমিল্লা নগরের শাসনগাছা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন-কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামের আলী হাসান রিয়াদ (২৯) ও চান্দিনা উপজেলার পরচঙ্গা গ্রামের মো. শামীম (২৮)।  

সোমবার কুমিল্লা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে  শাসনগাছা এলাকার মীম হাসপাতালের সামনে থেকে আলী হাসান রিয়াদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে তার সহযোগী শামীমকে একই এলাকা আটক করা হয়। শামীমের বাড়িতে রাখা একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।