ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চেকপোস্টে ৪০ কেজি গাঁজাসহ ধরা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
চেকপোস্টে ৪০ কেজি গাঁজাসহ ধরা 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে র‌্যাবের চেকপোষ্টে প্রাইভেটকার থামানোর পর এতে মিলল ৪০ কেজি গাঁজা। এ ঘটনায় শাহ আলম (৪২) নামে মাদককারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

সোমবার (৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।  

শাহ আলম কুমিল্লার লালমাই রামপুরের মৃত আব্দুল মজিদের ছেলে।  

র‌্যাব জানায়, গত ৮ জানুয়ারি বন্দর থানা এলাকায় মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে ৪০ কেজি গাঁজাসহ শাহ আলমকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার আসামির নামে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
এমআরপি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।