ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জোট সরকার দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করেছে: মন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
জোট সরকার দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করেছে: মন্ত্রী

সিলেট: বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন জোট সরকার দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী তাজুল ইসলাম।  

তিনি বলেন, তারা নিজেদের স্বার্থের কথাই বেশি চিন্তা করেছেন।

দেশের কথা চিন্তা করেননি। তাই দীর্ঘ ২১ বছর ক্ষমতায় থেকে প্রতিটা সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে।  

শনিবার (২১ জানুয়ারি) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশকে উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছে দিচ্ছে। ফলে দেশে এখন খাদ্যের কোনো ঘাটতি নেই। অর্থনীতির চাকাও ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে উত্তরণ করে উন্নয়নশীল দেশে পরিণত করা হয়েছে।  

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, গত বছর সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা মোকাবিলায় সরকার সফল হয়েছে। বন্যায় কেউ না খেয়ে মারা যায়নি।  

দেশে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখার তাগিদ দিয়ে আব্দুল মোমেন বলেন, গত অর্ধ শতাব্দীতে (৫০ বছরে) প্রথম সুরমা নদী ড্রেজিং শুরু হয়েছে। দেশের দরিদ্র মানুষেরও জীবনমানের উন্নয়ন হচ্ছে।  

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার এহসানুল হক ফেরদৌস ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।  

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য (এমপি) হাবিবুর রহমান হাবিব, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন, সিলেট জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মামুন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল ইসলাম মানিক ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।