ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রমেকে পরিচালকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণি কর্মচারীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
রমেকে পরিচালকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণি কর্মচারীদের বিক্ষোভ

রংপুর: রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সেখানকার কর্মরত চতুর্থ শ্রেণির কর্মচারীরা।

রোববার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রমেক হাসপাতাল চত্ত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে বিক্ষুদ্ধ কর্মচারীরা।

এ সময় কর্মচারীদের সঙ্গে ইন্টার্ণ চিকিৎসকরাও পরিচালকের দ্রুত অপসারণের দাবিতে কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তাদের স্লোগানে হাসপাতাল ক্যাম্পাস মুখরিত হয়েছে।  

চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি শাহীন ইসলাম জানান, পরিচালক দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা অজুহাতে কর্মচারীদের উপর অত্যাচার চালিয়ে আসছে। তার কোনো অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের প্রতিবাদ করলেই আমাদেরকে হয় বদলি নয়তো চাকরিচ্যুতির ভয় দেখান। লাগামহীন দুর্নীতির সঙ্গে জড়িত পরিচালক আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দিয়ে কোটি টাকা পকেটে ডুকাচ্ছে।  

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন, হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির (১৬-২০) সাধারণ সম্পাদক আশিকুর রহমান নয়ন, জেলা শাখার সভাপতি অক্সিজেন বাবু, রমেকের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষুদ্ধ কর্মচারীরা পরিচালকের কক্ষের সামনে বিক্ষোভ করতে থাকে। পরিচালক উপস্থিত না থাকায় কর্মচারীরা আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে বিক্ষোভ শেষ করে।

এদিকে পরিচালকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও কর্মসূচি ঘোষণা করেছেন।  

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।