ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

হাতিয়ায় ৩ কেজি গাঁজাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, জানুয়ারি ২৫, ২০২৩
হাতিয়ায় ৩ কেজি গাঁজাসহ আটক ১

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে তিন কেজি গাঁজাসহ মো. আবু সাইদ (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার মেঘনা নদীর দক্ষিণ উপকূলের নলচিরা ঘাট থেকে তাকে আটক করা হয়।

আটক সাইদ উপজেলার বুড়িরচর ইউনিয়নের উত্তর রেহানীয়া গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।  

হাতিয়া কোস্টগার্ড জানায়, গোপন তথ্যের ভিত্তিতে যাত্রীবাহী ট্রলারে অভিযান চালিয়ে মাদক কারবারি সাইদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিন কেজি গাঁজা, ৩৩ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইলফোন  জব্দ করা হয়।

কোস্টগার্ড হাতিয়া স্টেশনের কমান্ডার এম রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সাইদকে হাতিয়া থানায় হস্তান্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।