ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে দুই পাহাড়ি গ্রুপের মধ্যে গোলাগুলি, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
কাপ্তাইয়ে দুই পাহাড়ি গ্রুপের মধ্যে গোলাগুলি, নিহত ১

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাইয়ে দুটি পাহাড়ি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় সম্রাট চাকমা (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) দিনগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলার দুর্গম জনপদ রাইখালী ইউনিয়নের গংগ্রিছড়া নামক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্তু লারমা গ্রুপের নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্য এবং মগ ন্যাশনাল পার্টির (এমএনপি) সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনায় সন্তু গ্রুপের পিসিজেএসএসের সশস্ত্র কর্মী সম্রাট চাকমা ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে রাতে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করে।

রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা বলেন, ঘটনাটি আমি স্থানীয়দের কাছ থেকে শুনেছি। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী গিয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।