ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ব্যবসায়ীকে হাতুড়িপেটা করা গ্যাং লিডার আশিক গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
ব্যবসায়ীকে হাতুড়িপেটা করা গ্যাং লিডার আশিক গ্রেফতার  অস্ত্র হাতে আশিক ও তার গ্যাংয়ের সদস্যদের একাংশ। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর পল্লবী এলাকার কিশোর গ্যাং লিডার আশিককে গ্রেফতার করছে পুলিশ।

বৃহস্পতিবার (২ ফেব্রয়ারি) দুপুরে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।

 

তিনি বলেন, আশিককে বৃহস্পতিবার ভোরে শরীয়তপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আগামীকাল আদালতে চালান করা হবে। তিন দিন আগে আসামি লেমনকে পল্লবী এলাকা থেকে গ্রেফতার করা হয়। বুধবারের মামলায় এখন পর্যন্ত দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।  

পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় গত ৩০ জানুয়ারি পল্লবী এলাকার পাঞ্জাবি ব্যবসায়ী শাহিন আকন্দ (৪৮) কে হাতুড়িপেটার পর ছুরি মারার অভিযোগ উঠে আশিক গ্যাংয়ের বিরুদ্ধে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে পল্লবী থানায় ভুক্তভোগীর স্ত্রী নিলুফা (৪০) ১৩ জনের নামে ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে অভিযোগ করেন।  

আসামিরা হলেন - খালেকুজ্জামান জীবনের ছেলে গ্যাং লিডার আশিক (২০), হাসান (২৪), হেলাল (২২), শুভ (২০), রবিন (২০), জুয়েল (২৫), খালেকুজ্জামান জীবন (৪০), মিঠু (২৬), রাশেদ (২২), রাজন (২৩), রোমান (১৯), আহাদ (২৬), অহিদ (২০) ও অজ্ঞাতনামা ২০/২৫ জন।

>>> পড়ুন ব্যবসায়ীকে হাতুড়িপেটার পর এবার কিশোরকে ছুরিকাঘাত আশিক গ্যাংয়ের 

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হাতুড়িপেটা-ছুরিকাঘাত আশিক গ্যাংয়ের  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
এমএমআই/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।