ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ফেসবুকে পেজ খুলে প্রতারণা, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
ফেসবুকে পেজ খুলে প্রতারণা, আটক ১

রংপুর: ফেসবুকে পেজ খুলে ওষুধ বিক্রির প্রচারণা চালিলে প্রতারণা করার অভিযোগে নাহিদ হাসান (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

নাহিদ রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।

ফেসবুকে ভেটেরিনারি মেডিসিন বিক্রি করতেন তিনি।  

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে কাউনিয়া তপিকল বাজারে নুসরাত ভেটেরিনারি মেডিসিন নামক দোকান থেকে নাহিদকে আটক করে র‍্যাব।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তাকে প্রতারণার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছের বিল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।  


পুলিশ জানায়, নাহিদ দীর্ঘদিন ধরে ফেসবুকে মেডিসিন বাজার নামক একটি পেজ খুলে অনলাইনে ভেটেরিনারি ঔষুধ বিক্রির বিজ্ঞাপন প্রচার করে। এরপর তিনি অনলাইনে ভেটেনারি ঔষুধ ডেলিভেরি দেওয়ার কথা বলে নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় দ্বীন ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ে তিন ধাপে ২৪ হাজার টাকা নেয়।  

এরপর দ্বীন ইসলামকে ওষুধ ডেলিভেরি না দিয়ে মোবাইল ফোন বন্ধ রাখেন নাহিদ। প্রতারণার বিষয়টি টের পেয়ে দ্বীন ইসলাম র‍্যাবের কাছে অভিযোগ করেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।