ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ১০ কেজি গাঁজাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
ফরিদপুরে ১০ কেজি গাঁজাসহ আটক ১

ফরিদপুর: ফরিদপুরে ১০ কেজি গাঁজাসহ ফিরোজ খান (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা সদরের কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে ফিরোজের নামে মাদক মামলা দিয়ে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।  

আটক ফিরোজ ওই গ্রামের ফরিদ খানের ছেলে।  

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার বিকেলে  বসুনরসিংহদিয়া গ্রামে নিজ বসতঘর থেকে ফিরোজকে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের উপ-পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ফিরোজের নামে ফরিদপুরের কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।